Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেলেন ৭৫ জন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেলেন ৭৫ জন

May 15, 2025 08:35:43 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লায় ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেলেন ৭৫ জন

কুমিল্লা জেলা পুলিশে কনস্টেবল পদে ১২০ টাকায় ৭৫ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। এদের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৫ জন নারী।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় জেলা পুলিশ লাইনের শহীদ আরআইবিএম আব্দুল হালিম মিলনায়তনে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন।

গত ৪ এপ্রিল শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় ১ হাজার ৩৫১ জন প্রার্থী আবেদন করেন। মাঠের পরীক্ষা শেষে ৬৯০ জন উত্তীর্ণ হন। পরবর্তী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২৩৯ জন। এর মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে ৭৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ১৫ জনকে।

পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান ফলাফল ঘোষণা শেষে বলেন, "স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।"