Date: May 16, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোণা জেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোণা জেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

May 15, 2025 08:31:41 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোণা জেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নেত্রকোণা জেলা শাখার ৯ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে।কমিটিতে সভাপতি করা হয়েছে অনিক মাহবুব চৌধুরীকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামছুল হুদা শামীম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি: মাজহারুল ইসলাম জিপু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: সৈয়দ মোকশেদুল আলম রাজীব,যুগ্ম সাধারণ সম্পাদক: আরাফাত বাবু ও আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক: মোঃ হাবিবুর রহমান দোলন,প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা): এস এম সোহাগ এবং দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা): আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিকে আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।