Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় কৃষি প্রণোদনার ধান ও পেঁয়াজ বীজসহ সার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় কৃষি প্রণোদনার ধান ও পেঁয়াজ বীজসহ সার বিতরণ

June 12, 2023 07:04:18 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় কৃষি প্রণোদনার ধান ও পেঁয়াজ বীজসহ সার বিতরণ

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২০২৩-২৪ মৌসুমে উফশী রোপা আমান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ (নাবী) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের মধ্যে ধান ও পেঁয়াজ বীজসহ রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।

এসময় উপস্থিত ছিলেন- ইউএনও মহিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার প্রমুখ।

বিনামূল্যে ৯৫০ জন চাষির প্রত্যেককে ৫ কেজি উফশী রোপা আমন ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ক্রান্তীকালীন সময়ে পেঁয়াজের ক্ষতিপূরণ করার লক্ষ্যে ৭০ জন চাষির মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ (নাবী), ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়।