
কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ১৮ বোতল ফেন্সিডিলসহ রিপন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার তেমনিপাড়া পূর্ব রামখানা এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে অটো যোগে মাদক পাচার হচ্ছে গোপন তথ্যের ভিত্তিতে কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ নির্দেশে এসআই বুলবুল, এসআই রাসেল, এএসআই মাসুদ, এএসআই আনোয়ারুল সঙ্গীয় একদল পুলিশ বৃহম্পতিবার সকাল পৌঁনে ১০টার দিকে কাউনিয়া বাসস্টান্ডে রংপুর অভিমূখে একটি চার্জার অটো তল্লাশী চালিয়ে ব্যাগে বিশেষ কায়দায় রাখা ৯ কেজি শুকনো গাঁজা ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় অটোযাত্রী রিপনকে আটক করা হয়।
ওসি জানান, ধৃর্তের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।