
আর্থিক সংকটে ধান কাটতে না পারা এক অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন কুমিল্লা মহানগর কৃষকদলের নেতাকর্মীরা। শুক্রবার (২ মে) সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কৃষক মো. আজিজের জমিতে এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর কৃষকদলের আহ্বায়ক কে.এম শাহীনুর হোসাইন শাহিন।
ধান কাটা শেষে কে.এম শাহীনুর হোসাইন শাহিন বলেন, “অনেক কৃষক আর্থিক সংকটে পড়ে সময়মতো ধান কেটে ঘরে তুলতে পারছেন না। আমাদের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এই মানবিক কর্মসূচি শুরু করেছি। মহানগরের দলীয় নেতাকর্মীদের নিয়ে কাঁচি হাতে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। শুধু আজ নয়, ভবিষ্যতেও আমরা দরিদ্র কৃষকদের পাশে থাকব।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা অতীতেও দেশের মানুষের সংকটে পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। দরিদ্র কৃষকদের যেকোনো বিপদে তাদের পাশে থেকে আমরা মানবিকভাবে সহযোগিতা করে যাব।”
ধান কাটা পেয়ে কৃষক মো. আজিজ ও তাঁর পরিবার ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের পক্ষে নিজের টাকায় ধান কাটানো সম্ভব হচ্ছিল না। কৃষকদল এগিয়ে এসে আমাদের বড় উপকার করেছে।”
স্থানীয়দের মতে, এই কার্যক্রম শুধু ধান কাটার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক মানবিক উদ্যোগ, যা সংকটাপন্ন কৃষকের মুখে হাসি ফিরিয়ে দিয়েছে।