Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / নলছিটিতে স্ত্রীর সঙ্গে কলহে যুবকের ‘আত্মহত্যা’ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নলছিটিতে স্ত্রীর সঙ্গে কলহে যুবকের ‘আত্মহত্যা’

May 02, 2025 08:24:36 PM   অনলাইন ডেস্ক
নলছিটিতে স্ত্রীর সঙ্গে কলহে যুবকের ‘আত্মহত্যা’

ঝালকাঠির নলছিটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মালিপুর (খাড়াবাগ) এলাকায় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে মো. সাইদুল (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে নিজ বসতঘর থেকে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইদুল পূর্ব মালিপুর এলাকার আব্দুর রব খানের ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহ সাইদুল ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই লেগে থাকত। ঘটনার দিন দুপুরেও কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। এরপর বসতঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন সাইদুল। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে এটি আত্মহত্যা না কি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”