
প্রতিনিধি, কাউনিয়া
রংপুরের কাউনিয়া থানাপুলিশ অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ দুইশো পিস নেশা জাতীয় ট্যাপেনন্টাডল ট্যাবলেটসহ ইজাতুল্লা সম্বারু নামে এক মাদক কারবারীকে আটক করেছে।
উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া মৌজাস্থ পাঞ্জরভাঙ্গা গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে জনৈক আবুল কালামের খাবার হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। সে তারাগঞ্জ উপজেলার কিসমত মোনানগর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিয়ারের নেতৃত্বে এসআই রাসেল, এএসআই আশিক সঙ্গীয় থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে ইজাতুল্লা সম্বারুকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে দুইশো পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান, ধৃর্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে গতকাল বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।