Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

June 13, 2023 08:14:09 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


নবাগত ইউএনও মোঃ মহিদুল হক বলেন, সরকারি সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নে সবার সহযোগীতা প্রয়োজন। সাংবাদিকরা সমাজের দর্পণ। সরকারের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের উপজেলায় দায়িত্ব নিয়ে এসেছি। উপজেলার জনগনের জীবনমান উন্নয়নের জন্য সরকারি নিয়মনীতির মধ্যে থেকে আন্তরিক ভাবে উপজেলা প্রশাসনের সকল কাজ করতে চাই। সাংবাদিকসহ সবার সহযোগীতা পেলে উপজেলা প্রশাসনের সকল কাজ বাস্তবায়ন অনেক সহজ হয়। সকল উন্নয়ন কর্মকান্ডেও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

মতবিনিময় কালে তিনি মাদক, সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতিমুক্ত, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধসহ উপজেলার শিক্ষা-স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এরআগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারি কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।