Date: May 16, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় নিরাপদ সড়কসহ ৭ দফা দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় নিরাপদ সড়কসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

May 15, 2025 01:22:14 PM   অনলাইন ডেস্ক
কাউনিয়ায় নিরাপদ সড়কসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
কাউনিয়ায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়ক ও ৭ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে মীরবাগ সচেতন নাগরিক ফোরাম।

মঙ্গলবার সকালে মীরবাগ জুম্মার পাড় এলাকায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ তিন স্বজনের মর্মান্তিক মৃত্যু হয়। এর আগের দিন রোববার গভীর রাতে মীরবাগ বুড়াইল ব্রিজে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে।

বুধবার (১৪ মে) সকাল ১১টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ডে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মীরবাগ সচেতন নাগরিক ফোরামের সভাপতি জালাল উদ্দীন ভূঁইয়া মামুন। এছাড়া বক্তব্য রাখেন ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মীরবাগ ডিগ্রি কলেজের প্রভাষক মাইদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল হাশি, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নান্নু, শিক্ষার্থী জান্নাতি বেগম, খাদিজা আক্তার প্রমুখ।

মানববন্ধন চলাকালে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক বলেন, “আপনাদের দাবিসমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তারা কথা দিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দাবিগুলো পূরণ করবেন। যদি দাবি মানা না হয়, তবে আমিও আপনাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে শামিল হবো।”

সচেতন নাগরিক ফোরামের ৭ দফা দাবি: রাস্তার পাশের জায়গা (সোল্ডার) পরিষ্কার ও ব্যবহারযোগ্য করতে হবে; রাস্তার মোড়গুলোতে দৃশ্যমানতা (visibility) বাড়াতে হবে; মহাসড়কে কাকড়া (অপ্রচলিত যানবাহন) চলাচল নিষিদ্ধ করতে হবে; ফিটনেসবিহীন, ওভারলোড এবং ওভার স্পিডে গাড়ি চালালে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে; রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করতে হবে; ব্যাটারি চালিত অটো বা থ্রি হুইলারের জন্য পৃথকভাবে সড়ক নির্মাণ করতে হবে; সড়ক ৪ লেনে উন্নীত করতে হবে।