
রংপুরের কাউনিয়ায় জহির উদ্দিন (৬৪) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৪ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার মীরবাগ রামচন্দ্রপুর গ্রামে নিজঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত পশিন উল্লাহ'র ছেলে।
থানা সূত্রে জানাগেছে, মৃত জহির উদ্দিন প্রতিরাতের মত পরিবারের সাথে খাওয়া দাওয়া সেরে নিজঘরে ঘুমাতে যান। পরিবারের লোকজন বুধবার সকালে ঘুম থেকে উঠে তার লাশ ঘরের তীরের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে জহির উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান, বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।