Date: May 16, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

October 21, 2023 05:55:27 PM   উপজেলা প্রতিনিধি
কচুয়ায় হতদরিদ্র পরিবারের  মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় সংসদ সদস্য এর অনুকূলে দরিদ্র অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে  ১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে চেক ও ঢেউটির বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাহিদ ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার যৌথ পরিচালনায় স্বগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য  রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া,মুক্তিযোদ্ধা জাবের মিয়া প্রমুখ।

পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি অসহায় ও হতদরিদ্র পরিবারের  ১'শ জনকে ২বান্ডিল করে ঢেউটিন ও ৬হাজার টাকা করে চেক বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সুধীজন ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।