Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুচলিবাড়ী ক্যাম্পের বাজার যুব সমাজ কর্তৃক ক্রিকেট টুর্নামেন্ট উদ্ধোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুচলিবাড়ী ক্যাম্পের বাজার যুব সমাজ কর্তৃক ক্রিকেট টুর্নামেন্ট উদ্ধোধন

February 13, 2025 07:13:06 PM   উপজেলা প্রতিনিধি
কুচলিবাড়ী ক্যাম্পের বাজার যুব সমাজ কর্তৃক ক্রিকেট টুর্নামেন্ট উদ্ধোধন

পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রামে কুচলিবাড়ী ক্যাম্পের বাজার যুব সমাজ কতৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট (টি-১০) শর্টপিচ খেলার উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় কুচলিবাড়ী ইউনিয়ন শাখার সাবেক ছাত্রনেতা ফেরদৌস আলম এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুচলিবাড়ী বিএনপি'র সভাপতি শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুচলিবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবি এম শাহনেওয়াজ পারভেজ (সুজা), কুচলিবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন (মাখন), কুচলিবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর ইসলাম পাভলো প্রমুখ। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ছাত্রনেতা ইউনুস আলী।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবকদের খেলাধুলা দিকে উৎসাহী করলে তারা মাদকাসক্ত হবে না।
তাই মাদকাসক্তি যুবকদের ক্রীড়ামোদী করতে কুচলিবাড়ী ক্যাম্পের বাজার যুব সমাজের এই উদ্যেগকে সাধুবাদ জানাই।