
ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুর কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোহট জন কল্যান সংঘ প্রতিষ্ঠানের উদ্যােগে এবং বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সোহেল প্রধানিয়া ও দিদার গাজীর আর্থিক সহযোগিতায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১১ ই এপ্রিল) সকালে প্রতিষ্ঠান কার্যালয়ে এক আলোচনা সভায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রাবণ কান্তি পিযুষের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ সোহেল প্রধানিয়া।বিশেষ অথিতির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল। আলোচনা শেষে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন, অনুষ্ঠানের অথিতিবৃন্দ।