
ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়া উপজেলার মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা মাটি মিউজিক কনাসার্টের কন্ঠ শিল্পী তোফায়ের হোসেন মহন মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনে অনুষ্ঠানের অতিথিসহ শিক্ষক শিক্ষার্থীদেরকে মাতিয়ে তোলেন। এছাড়াও কন্ঠ শিল্পী প্রিন্স মেহবুব মানিক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৌতুক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্যাহর সভাপতিত্বে ও বিদ্যালয় সহকারি শিকক্ষ ফয়েজ আহম্মেদ সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি -সমাজ সেবক আলহাজ্ব মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা নাভানা হাসপিটালের পরিচালক ডা. মো: জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য সাইফুল আলম চৌধুরী, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাও. আবু সাঈদ মজুমদার, সমাজ সেবক মিজানুর রহমান, মাসনিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল বাশার মজুমদার।
বক্তব্য শেষে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদর মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।