
দেশেরপত্র ডেস্ক:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে অশোক মন্ডল (৩৫) নামের এক যুবককেগলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার যুবক অশোক মন্ডল কোটালীপাড়া উপজেলার জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মন্ডলের ছেলে।
অশোক মন্ডলের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।
অশোক মন্ডলের মা উর্মিলা মন্ডল বলেন, গতরাতে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি, তখন আমার ছেলে অশোক মণ্ডল ও ছোট ছেলে অসীম মন্ডল দুজনেই ঘরে বসে টিভি দেখছিল, পরক্ষণে ছোট ছেলে অসীম মন্ডল এর চিৎকারে আমার ঘুম ভেঙে যায়, আমি দৌড়ে গিয়ে দেখি আমার বড় ছেলে অশোক মন্ডলের গলাকাটা দেহটি নিয়ে ছোট ছেলে অসীম মন্ডল কান্নাকাটি করছে । সাথে সাথেই আমরা অসীম মন্ডল কে নিয়ে কোটালীপাড়া হাসপাতালের দিকে যার উদ্দেশ্যে বের হলে তখনই সে মারা যায়। তারাশি গ্রামের ব্যবসায়ী হরিচাঁদ মন্ডল বলেন, অশোক মন্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিল। আমার জানা মতে তার কোন শত্রু নাই। তবে সে মাঝেমধ্যেই একটু আধটু নেশা করত।
এ বিষয়ে কোটালীপাড়ার থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ইতিমধ্যেই আমরা অশোক মন্ডলের হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত শুরু করেছি। খুব শীঘ্রই আমরা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে পারবো। তিনি আরো বলেন অশোক মন্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।