
মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার সংবাদ প্রচার করায় সাংবাদিক মো. ফজলে রাব্বিকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে যুবলীগ ও যুবদল নেতাকর্মীরা। শনিবার (১০ মে) দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মো. ফজলে রাব্বি ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের নন্দীর বাধা গ্রামের বাসিন্দা ও স্থানীয় অনলাইন গণমাধ্যম ‘মফঃস্বল বার্তা’র ঘিওর উপজেলা সংবাদদাতা। তিনি জানান, অবৈধ মাটি কাটার বিষয়ে প্রতিবেদন ও ভিডিও ধারণ করায় উপজেলার সিংজুরী ইউনিয়নের খৈলসুন্দর চকে প্রভাবশালী চারজন তাকে ডেকে নিয়ে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
আক্রমণকারীরা হলেন—উপজেলা যুবদলের সদস্য মো. লালন বেপারি, যুবদল নেতা গাজা ফরিদ, পয়লা ইউনিয়ন যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহমুদ রনি মামুন এবং সিংজুরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি কাওছার মন্ডল।
ফজলে রাব্বি বলেন, “ফরিদের মোবাইল থেকে ফোন দিয়ে আমাকে ডেকে নেয়া হয়, পরে ফরিদ ও লালন মিলে আমার ওপর হামলা চালায়। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”