
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা এলাকা থেকে ১১টি মাদক মামলার আসামি নাজমুল হোসেনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার রাতে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজমুল হোসেন (৩৫) গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন মিতালী ক্লাব এলাকার সাদেক আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম। তিনি আরও জানান, গ্রেফতারকৃত নাজমুলের বিরুদ্ধে ১১টি মাদক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে।