Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে সাবজেক্ট চয়েসের শেষ সময় আগামীকাল, ক্লাস ০১ জুলাই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে সাবজেক্ট চয়েসের শেষ সময় আগামীকাল, ক্লাস ০১ জুলাই

May 04, 2025 08:14:46 PM   অনলাইন ডেস্ক
কুবিতে সাবজেক্ট চয়েসের শেষ সময় আগামীকাল, ক্লাস ০১ জুলাই

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'এ, বি ও সি' ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসা শিক্ষা, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ) ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েসের শেষ সময় আগামীকাল সোমবার (৫ মে)। এছাড়া আগামী ০১ জুলাই থেকে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে।

রবিবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘সাবজেক্ট চয়েসের শেষ সময় আগামীকাল। এরপর ৮ তারিখ একটি মিটিংয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আগামী ০১ জুলাই থেকে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) ‍সি ইউনিটে ১২টি কেন্দ্রে ৭ হাজার ৬৪৬ জন পরীক্ষার্থী, ‍‘এ’ ইউনিটে ৩০টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী এবং ২৫ এপ্রিল ‍‘বি’ ইউনিটে ২১টি কেন্দ্রে ১৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে পাসের হার ৩৪.০৫ শতাংশ, ‘সি’ ইউনিটে পাসের হার ৬৯.৭৫ শতাংশ এবং ‘বি’ ইউনিটে পাসের হার ৪৯.৭১ শতাংশ।