Date: October 27, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / কবে হবে অমর একুশে বইমেলা? যা জানাল বাংলা একাডেমি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কবে হবে অমর একুশে বইমেলা? যা জানাল বাংলা একাডেমি

October 26, 2025 08:22:13 PM   দেশেরপত্র ডেস্ক
কবে হবে অমর একুশে বইমেলা? যা জানাল বাংলা একাডেমি

অমর একুশে বইমেলা বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। প্রতিবছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এই মেলাকে ঘিরে পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তবে চলতি বছর বইমেলা আয়োজন নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কারণ, একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

প্রাথমিকভাবে বাংলা একাডেমি বইমেলা শুরু করার জন্য ১৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু নির্বাচনের সময়সূচি সামনে আসায় সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। ফলে অনেকেই ধারণা করছিলেন, হয়তো এবার বইমেলা আর হবে না। তবে এই শঙ্কা দূর করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।

রবিবার (২৬ অক্টোবর) দেশের একটি বেসরকারি গণমাধ্যমে তিনি জানান, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেটির ওপরই নির্ভর করছে বইমেলার সময়সূচি। নির্বাচন যদি ফেব্রুয়ারিতেই হয়, তাহলে বইমেলা নির্বাচনের আগে না পরে হবে—সে বিষয়ে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি পরিষ্কার করে বলেন, “বইমেলা হবেই।”

অমর একুশে গ্রন্থমেলা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে বইমেলা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলা একাডেমি, তবে মেলা আয়োজন নিয়ে কোনো সন্দেহ নেই।

জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত ‘কেমন বইমেলা চাই’ শীর্ষক আলোচনা সভায় শফিকুল আলম বলেন, “আমরা এমন এক বইমেলা চাই যেখানে সবার বই থাকবে, পাঠক যার বই পড়তে চান সেটি কিনতে পারবেন। মেলা হবে বৈষম্যবিরোধী—কোনো লেখক বা প্রকাশকের প্রতি যেন কোনো ধরনের বৈষম্য না করা হয়।”

সব মিলিয়ে, এবারের বইমেলা আয়োজন নিয়ে সংশয় কাটলেও সময় নির্ধারণের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের ঘোষণার ওপর নির্ভর করছে। তবে বাংলা একাডেমি ও সরকারের আশাবাদী অবস্থান থেকেই স্পষ্ট—অমর একুশে বইমেলা ২০২5 সালেও তার ঐতিহ্য ধরে রাখতে যাচ্ছে।