Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

February 10, 2025 07:12:24 PM   জেলা প্রতিনিধি
কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

রাহাত চৌধুরী, জেলা প্রতিনিধি:
লালমাই উপজেলার আশকামতায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন তানজিনা আক্তার (২৭) নামে এক নারী। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তার স্বামীর বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে লালমাই থানা পুলিশ।

নিহত তানজিনা উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামের সৌদি প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী ও জয়নগর গ্রামের সিরাজুল হকের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়, তবে তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান ছিল না।

নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার সকালে তানজিনা কিছু জরুরি কেনাকাটার জন্য স্বামী ও শাশুড়ির অনুমতি না নিয়ে স্থানীয় বাগমারা বাজারে যান। বাজার থেকে ফিরে আসার পর তার প্রবাসী স্বামী ফোনে (ইমুতে) কেনাকাটা করার কারণ জানতে চান, যা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরেই তানজিনা আত্মহত্যার পথ বেছে নেন।

লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।