
সদর উপজেলা প্রতিনিধি, কুমিল্লা:
সেনাবাহিনী ও র্যাব-১১ এর যৌথ অভিযানে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ চর্থা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে ২০২৫) রাতের এ অভিযানে হাফেজ আহম্মদ (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় সরকার মোস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি (২৪) নামের আরেক ব্যক্তি পালিয়ে যায়।
অভিযানে গ্রেফতারকৃত হাফেজ আহম্মদ কুমিল্লা জেলার চান্দিনা থানার দারোরা গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। তার অবস্থানরত গার্ডরুম তল্লাশি করে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফেজ আহম্মদ জানান, পলাতক আসামি মোস্তাফিজুর রহমান ওয়াফি ওই আগ্নেয়াস্ত্রটি তার হেফাজতে রেখে যান। সেনাবাহিনী ও র্যাব সূত্রে জানা যায়, ওয়াফি দীর্ঘদিন ধরে নিজ এলাকা ও কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।