
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ৫৫ হাজার গবাদিপশু। ভালো দামের আশায় শেষ সময়ে পশুর পরিচর্যা ও খাদ্য ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, বদলগাছীতে নিবন্ধিত খামারি আছেন ২ হাজার ৬০৩ জন। তাদের খামারগুলোতে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৯ হাজার ৫৬২টি গরু, ৬১টি মহিষ, ৩৮ হাজার ৮২৪টি ছাগল এবং ৬ হাজার ২০টি ভেড়া। এসব পশুর মোট বাজারমূল্য প্রায় ১৬৭ কোটি টাকা।
প্রাণিসম্পদ বিভাগের মতে, উপজেলায় কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে প্রায় ২৭ হাজার ৫টি। সে হিসেবে এবার কোনো ঘাটতি নেই, বরং ২৭ হাজার ৪৬২টি পশু উদ্বৃত্ত রয়েছে। এই উদ্বৃত্ত পশু দেশের অন্যান্য এলাকার কোরবানির চাহিদা মেটাতে সহায়ক হবে।
স্থানীয় খামারিরা জানান, এ বছর দেশি-বিদেশি জাতের বিভিন্ন গরু প্রস্তুত করা হয়েছে। এসব পশু স্থানীয় বাজারে ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী বলেন, “চাহিদার তুলনায় এবারে আমাদের উপজেলায় কোরবানিযোগ্য পশু উদ্বৃত্ত রয়েছে। নিয়মিত টিকাদান ও চিকিৎসা কার্যক্রমের ফলে পশুর রোগবালাই কমেছে, ফলে খামারিদের আগ্রহও বেড়েছে।”