Date: May 23, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন

May 22, 2025 09:33:51 PM   অনলাইন ডেস্ক
মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন

মাদারীপুর জেলা পর্যায়ের দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তম্বী।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সহযোগিতায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা দুপ্রক সদস্য মাওলানা উবায়দুল্লাহ। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দুপ্রক সহ-সভাপতি প্রফেসর মো. আব্দুল হালিম। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিযোগিতার আহ্বায়ক ও জেলা দুপ্রক সদস্য সাংবাদিক মনজুর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুপ্রক সদস্য আজমল হুদা ঢালী।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন—দুদকের মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সী, মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ফরিদুল ইসলাম, দুদকের উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক ও কবি সুবল বিশ্বাস, সংগীতজ্ঞ দোলা দে এবং ভাস্কর ও চিত্রশিল্পী মো. আতিকুর রহমান।

অনুষ্ঠানে জেলা দুপ্রক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন এবং সদস্য মো. মুরাদ হাসান, মো. সিরাজুল ইসলাম, ফরিদা ইয়াসমিন লাকি, মেহেদী হাসান ছাড়াও শিবচর, রাজৈর, কালকিনি ও ডাসার উপজেলার দুপ্রক সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

দিন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।