Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদকসহ আটক ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদকসহ আটক ৪

May 08, 2025 09:24:11 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদকসহ আটক ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর যৌথ টহল দলের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনে এ অভিযান চালানো হয়।

আজ বৃহস্পতিবার (৮ মে) কুমিল্লা চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প ৩৩ পদাতিক ডিভিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলেন রংপুর জেলার কাউনিয়া এলাকার আল আমিন (২০), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আব্দুর রহিম (১৪), রাজীব (৩০) ও মোহাম্মদ ইউসুফ (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ১টার দিকে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনে অভিযান পরিচালনা করে। এসময় ১২৫ কেজি গাঁজা, ৪২৪ বোতল ফেনসিডিল, ৭ লিটার চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল, বিয়ার, ইয়াবা এবং নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়া, চার কারবারিকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।