Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় হেযবুত তওহীদের নারী জাগরণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় হেযবুত তওহীদের নারী জাগরণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

November 16, 2024 06:23:00 PM   জেলা প্রতিনিধি
কুমিল্লায় হেযবুত তওহীদের নারী জাগরণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় হেযবুত তওহীদের উদ্যোগে নারী জাগরণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. সাইফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক নারী সম্পাদক মোছা. আসমা আক্তার।

সভায় ধর্মীয় কাজে নারীদের ভূমিকা ও অগ্রগতির বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মো. সাইফুল ইসলাম বলেন, “সকলেই আদম-হাওয়ার সন্তান। কোরআন সকল মানুষের জন্য, নারী-পুরুষ উভয়েরই নিজেদের কর্মের জন্য কেয়ামতের দিন হিসাব দিতে হবে। পুরুষ ধর্মীয় কাজ করবে আর নারী শুধু ঘরের কাজ করবে—এটি ইসলামের শিক্ষা নয়। রাসুল (সা.) যুদ্ধের ময়দানেও নারীদের ভূমিকা রাখার সুযোগ দিয়েছেন। তাই আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নারী-পুরুষ উভয়কেই ভূমিকা রাখতে হবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা হেযবুত তওহীদের নারী সম্পাদক সেলিনা আক্তার ইতি এবং জেলা সহকারী নারী নেত্রী আয়েশা ইসলাম। অনুষ্ঠানে অত্র এলাকার প্রায় অর্ধ শতাধিক নারী উপস্থিত ছিলেন। আলোচনায় উপস্থিত নারী নেত্রীরা নারীদের ধর্মীয় ও সামাজিক অগ্রগতির বিষয়েও মতামত দেন।