Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুরআন পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুরআন পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

March 28, 2025 09:23:01 PM   অনলাইন ডেস্ক
কুরআন পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

গাইবান্ধার সাদুল্লাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন শিক্ষা মাকতাবের ৭০ জন শিক্ষার্থীকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার ২৮ মার্চ, ২৭ রমজান, টিয়াগাছা মিয়াবাড়ি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

জোনার ফাউন্ডেশনের সহ-সভাপতি মোস্তাফিজার ছাদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক পরিচালক, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা কৃষিবিদ মো. সামিউর রহমান, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মিঠু, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি জামিউল আহসান মামুন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, জোনার ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান শাওন, ভলান্টিয়ার টিমের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সদস্য ফাতিন হাসনাত অনিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান ফেরদৌস মিয়াকেও প্রধান অতিথি সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেন।