Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে তারুণ্যের উৎসব, নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে তারুণ্যের উৎসব, নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

February 05, 2025 08:03:09 PM   উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈরে তারুণ্যের উৎসব, নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" -এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব, নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হযরত আলী মিলন।

কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন উজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আব্দুল হালিম, সহকারী শিক্ষক দেব দুলাল সরকার, দিলীপ কুমার সূত্রধর, জিন্নত আলী, হুমায়ুন কবির, মনোরমা পাল ও বিউটি পাল। এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীরাও উৎসবে অংশ নেন।

উৎসব উপলক্ষে বিদ্যালয় চত্বর সাজানো হয় বর্ণিল সাজে। পিঠা উৎসবে ১৮টি স্টলে পাটিসাপটা, কুলি, দুধ কুলি, ভাপা, ঝাল, চিতই, পোয়া, রস পিঠা, রসমালা ও বিভিন্ন রকমের কেকসহ নানা ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

উৎসবের আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে জোরদার করতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়।