
কিশোরগঞ্জ সদর সংবাদদাতা:
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোছা:- ফৌজিয়া খানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানান।
পরে একে একে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা পরিষদ, জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এর পরপরই শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।