
রকি হাসান:
কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের দ্রুত সংস্কার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এতে অংশ নেন জামিয়া নুরানিয়া তারাপাশা মাদ্রাসা, মাদ্রাসা দারুল উলুম, সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার পাঁচটি মাদ্রাসা ও দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৩ ডিসেম্বর) একরামপুর ও সতাল এলাকায় আয়োজিত কর্মসূচিতে সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু, কিশোরগঞ্জ জেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মুফতি আবুল বাশার এবং ব্যবসায়ী খাইরুল ইসলাম উজ্জ্বলসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘ ৬ বছর ধরে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কটি খানাখন্দে ভরে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পথচারীরা এই রাস্তা দিয়ে চলাচল করছেন। বিশেষ করে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন একরামপুর রেলগেট থেকে সতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কারে ধীরগতি জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারদের উদাসীনতায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
বক্তারা অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন যে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।