
মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান টিটোর বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকার ছাত্রসমাজ, জাতীয়তাবাদী ছাত্রদল এবং সর্বস্তরের জনসাধারণ ক্ষোভে ফুঁসে উঠেছে।
ঘটনার প্রতিবাদে গত কয়েকদিন ধরে স্থানীয়রা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদসভা করে আসছেন। মঙ্গলবার (৬ মে) দুপুরে শ্রীপুর উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ শাখা ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী এবং এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলেও এখন পর্যন্ত পুলিশ শিক্ষক মিজানুর রহমান টিটোকে গ্রেপ্তার করতে পারেনি। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভ আরও বেড়েছে।
সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন বলেন, “ধর্ষকের কোনো দল নেই, কোনো ধর্ম নেই, তার একটিই পরিচয় -সে একজন নিকৃষ্ট ব্যক্তি। আমরা শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।”