
ভোলার তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সত্য সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ইলিয়াস রনির পিতা, নুর মোহাম্মদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৫ মে ২০২৫) দুপুর ১টার দিকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নুর মোহাম্মদ মিয়া ছিলেন তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মধ্যবাজারের ‘মেসার্স নুর টেইলার্স’-এর স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যক্তি জীবনে তিনি সজ্জন, নম্র-ভদ্র ও সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে ইলিয়াস রনির পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে দৈনিক দ্যা ইনভেস্টর, ভোরের অঙ্গীকার, দক্ষিণাঞ্চল, ভোরের বাংলা, আজকের বরিশাল, কলমের কণ্ঠ, তারুণ্যের বার্তা, দৈনিক ভোলার কাগজ, দৈনিক ভোলা টাইমস, ভোলা পোস্ট, বরিশাল পোস্ট, রংধনু টিভি, দৈনিক বাংলাদেশ আমার, দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক বাংলা খবর, দৈনিক বাংলার আওয়াজ, নুর নিউজ ২৪ ডটকম, দৈনিক বরিশালের ক্রাইম, দৈনিক দেশ চ্যানেলসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ।
সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।