
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে নানা আয়োজনে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে শহরের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চ এলাকায থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর মুক্তমঞ্চে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। নিসচার জেলা শাখা এসব অনুষ্ঠানের আয়োজন করে।
নিশচা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি এম এ হালিম তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ফারুকুজ্জামান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মো: শফিক কবীর, সদস্য অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল, লায়ন এস এম জাহাঙ্গীর আলম, হাকিম সুলতান আহমেদ, সাংবাদিক জাহাঙ্গী শাহ্ বাদশাহ্, অধ্যাপক হারুনুর রশিদ, হাজী আবু সাঈদ, সাংবাদিক তাসলিমা আক্তার মিতু, লতিফা আক্তার, মো: রুবেল, মো: আজিজুল হক প্রমুখ।