
কিশোরগঞ্জ সদর সংবাদদাতা:
মহান মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) সকালে কালীবাড়ি মোড় থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখোলা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর শ্রমিক দলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অবদান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রমিকবান্ধব ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ করেন এবং সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।