Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় মন্দিরে দেবী দুর্গার মূর্তি ভাঙচুর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় মন্দিরে দেবী দুর্গার মূর্তি ভাঙচুর

October 03, 2024 06:34:39 PM   উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় মন্দিরে দেবী দুর্গার মূর্তি ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি:
রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে দেবী দুর্গার মূর্তি ভাঙচুর করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে কিশোরগঞ্জ পৌর শহরের বত্রিশ এলাকার শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া মন্দিরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ৫ আগস্ট থেকে কিশোরগঞ্জের মন্দিরগুলোতে হিন্দু-মুসলিম মিলিত হয়ে নিরাপত্তার জন্য পাহারা দেওয়া শুরু হয়। জেলার ৩৬৩টি মন্দিরে দুর্গাপূজা উদযাপন হচ্ছে, যার মধ্যে গোপীনাথ জিউর আখড়ায় এ বছর প্রথমবারের মতো দুর্গাপূজা উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাত ৩টা পর্যন্ত স্থানীয় গোপীনাথ সংঘের পাঁচজন সদস্য মন্দির পাহারায় ছিলেন। তবে ভোরের দিকে তারা ঘুমিয়ে পড়েন। এই সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনকে জানানো হলে তারা মন্দির পরিদর্শন করে।

গোপীনাথ জিউর আখড়ার দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজীব কুমার সাহা জানান, "আমরা দুই মাস ধরে মন্দিরে পাহারা দিচ্ছি। এ বছর প্রথমবারের মতো দুর্গাপূজা করার সিদ্ধান্ত নিয়েছি। তবে বৃহস্পতিবার ভোরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পাহারার সদস্যরা রাত ৩টা পর্যন্ত জেগে ছিলেন। ঘুমিয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।"

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ বলেন, "আমরা পূজা সুন্দরভাবে সম্পন্ন করতে চাই। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য।"

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, "আমরা মন্দির পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দুর্গাপূজা উৎসব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা কাজ করছি।"