
কিশোরগঞ্জ প্রতিনিধি:
সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে কিশোরগঞ্জে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সোমবার (৭ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদিন ব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা।
এ সময় বক্তব্যে সার্ভেয়াররা জানান, সরকারের সব দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু সমমান এবং এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। একই কারিকুলামে ডিগ্রি অর্জন করে কেউ দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, আবার কেউ তৃতীয় শ্রেণিতে চাকরি করছেন। আমরা এই বৈষম্যের অবসান চাই। বিগত সরকার প্রতিশ্রুতি দিলেও এ সংক্রান্ত সুপারিশ বাস্তবায়ন করেনি। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুপারিশ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
সার্ভেয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রধান সমন্বয়ক মো: মহসিন মিয়া। আরও উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া ভূমি অফিসের সার্ভেয়ার ইকবাল হোসেন, ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোঃ আলিম, আতিকুর রহমান, আব্দুল কাদের, মনির হোসাইন, কিশোরগঞ্জ সদর ভূমি অফিসের সার্ভেয়ার আলী আহম্মদ, মিঠামইন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শাকিল মোল্লা সহ সকল দপ্তরের সার্ভেয়ার বৃন্দ।