
ভেড়ামারা প্রতিনিধি:
ভেড়ামারা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শনিবার ভেড়ামারা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন সাতবাড়িয়া মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ হাবিবুর রহমান (৭০) এর বাগান বাড়ির উত্তরে পুকুরের পশ্চিম পাড়ে বাঁশঝাড়ের নিচে হতে ৪৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জিয়া ওরফে বিয়াদ (৩৩) কে আসামি করে মামলা করা হয়েছে। আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম।