Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়া জেলা রোভারের উদ্যোগে পিস সাইকেল র‍্যালি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়া জেলা রোভারের উদ্যোগে পিস সাইকেল র‍্যালি

September 22, 2023 07:29:31 PM   উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়া জেলা রোভারের উদ্যোগে পিস সাইকেল র‍্যালি

ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া:
জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষিত ২১ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পিস উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলা রোভার এর উদ্যোগে আয়োজন করা হয় পিস সাইকেল র‍্যালি-২০২৩। সাইকেল র‍্যালিটি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা, লালন শাহ এর মাজার হয়ে কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজে সমাপ্ত হয়।

কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও কুষ্টিয়া জেলা রোভার এর সভাপতি মো: এহেতেশাম রেজা সাইকেল র‍্যালির শুভ উদ্বোধন করেন এবং জেলা রোভার কর্তৃক গৃহিত দিবসের সকল কর্মসূচির সফলতা কামনা করেন। দিবসের কর্মসূচির অংশ হিসেবে সব্জি বীজ বিতরণ ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে এসডিজি’র ১৭ টি লক্ষ্যমাত্রার বার্তা স্থানীয় জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হয়। 

কুষ্টিয়া জেলা রোভারের এএলটি প্রতিনিধি প্রফেসর তৌফিক আহম্মদ তাপস, ডিআরএসএল এম এম মাসউদুর রহমান, খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো: সাব্বির হোসেন জয়, কুষ্টিয়া জেলা রোভারের টাস্ক ফোর্স এর আহবায়ক মো: মেহেদী হাসান, জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি মামুনুর রশিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট গ্রুপের ৪২ জন রোভার ও গার্ল-ইন রোভার র‌্যালিতে অংশগ্রহণ করেন।