
কিরগিজিস্তান ও তাজিকিস্তান সীমান্তে তীব্র যুদ্ধে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। একই সঙ্গে সীমান্ত এলাকা থেকে মানুষকে সরানো হয়েছে। আজ শনিবার সকালে কিরগিজিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তাজিকিস্তানের সীমান্তের বাটকেন অঞ্চল থেকে ২৪ জনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৮৭ জন আহত হয়েছেন। সপ্তাহের শুরুতেই (শুক্রবার) দুই দেশের সীমান্তে বড় আকাশে ট্যাংক, গোলাবারুদ ও রকেট দিয়ে যুদ্ধ শুরু হয়। গোলাগুলির অংশ হিসেবে তাজিকিস্তানের সেনাবাহিনী আঞ্চলিক রাজধানী বাটকেনে রকেট দিয়ে হামলা যায়।
কিরগিজিস্তানের জরুরি মন্ত্রণালয় জানায়, যুদ্ধে আচ্ছন্ন এলাকা থেকে এক লাখ ৩৬ হাজার সরিয়ে নেয়া হয়েছে। গত শুক্রবারের শুরুতে একটি যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও সেটি দিনশেষে উভয়পক্ষ থেকে গোলাবর্ষণ চলতে থাকে। তবে গত শুক্রবার মধ্য রাতে দুই দেশের সীমান্তের প্রধানরা সাক্ষাৎ করেন এবং এ পরিস্থিতি শেষ করতে যৌথভাবে একটি দল দ্বারা পর্যবেক্ষণের বিষয়ে একমত হন। গত শুক্রবার একটি বিবৃতিতে জানানো হয়, কিরগিজ সীমান্তরক্ষীরা তাজিকিস্তানের হামলার প্রতিহত করে যাচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, তাজিকিস্তানের পাশ থেকে কিরগিজিস্তানে গোলাবর্ষণ হচ্ছে। কিছু এলাকায় তীব্র যুদ্ধ চলছে।
সীমান্তরক্ষীদের বরাতে তাজিকিস্তানের সরকারি নিউজ পোর্টাল জানায়, সীমান্তরক্ষীরা নিজেদের অবস্থান শক্ত করতে আরো রক্ষী মোতায়েন করছে এবং সীমান্তের পাশে কিরগিজিস্তানের তিনটি গ্রামে হামলা অব্যাহত রয়েছে।