Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কেরাণীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ আটক ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কেরাণীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

October 09, 2022 05:02:40 AM  
কেরাণীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা:
ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

এরমধ্যে আজ শনিবার র‌্যাব-১০ এর একটি দল দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহ্পুর রাজাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. খোকন (৩৪) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ ছয়শত ত্রিশ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া গত শুক্রবার র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ছোট কুশিয়ারবাগ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যের দশ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রাসেল ইসলাম (২৩) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ দুইশত টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ পুরান ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলেও জানায় তারা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করেছে র‍্যাব-১০।