Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রামে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

May 16, 2023 09:04:27 PM   জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

শাহ আলম:
দেশের উত্তারাঞ্চলের সীমান্ত জেলা কুড়িগ্রামে সরকারীভাবে ধান, চাল, গম সংগ্রহের লাকি পার্সেজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকাল ১১ টায় উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: নাজমুল হক, কুড়িগ্রাম সদরের ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি(সদর) গোলাম মোস্তফা, কুড়িগ্রাম সদর উপজেলার প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, মিল মালিক সমিতির সভাপতি আব্দুল হাই রন্জু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

এ বছর চলতি বোরো মৌসুমে সদর উপজেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১শ ৬২ মেটিক টন এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮শ ১২ মেট্রিক টন। প্রতিকেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা ও প্রতিকেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা।