Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রামে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

May 10, 2025 06:21:53 PM   অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে মরদেহটি পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

গ্রামবাসী ও পুলিশ জানায়, নিহত স্কুলছাত্রী জান্নাতুন মিম (১৫) ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে এবং কাগজীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ভোরে গ্রামবাসীরা ভুট্টাক্ষেতে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহত ছাত্রীর বাবা জাহিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের মকবুল পাটোয়ারীর ৩৯ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে এই বিরোধের কোনো সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যার আগে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকারীদের সনাক্ত করতে জোর তদন্ত চলছে।