
ভ্রাম্যমাণ প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ছাত্রলীগের সাবেক নেতা মো. আবদুল্লাহ আল-মামুন মণ্ডল (৩০)-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী নিহতের মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে অবস্থান নিয়ে অবরোধ করে।
নিহত আবদুল্লাহ আল-মামুন মণ্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আবদুল মান্নান মণ্ডলের ছেলে এবং ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া, তিনি বিপিএলের সিলেট দলের নেট ফাস্ট বোলার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আবদুল্লাহ আল-মামুন মণ্ডলকে ওই এলাকায় দেখা যায়। এরপর একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।
খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে তার মরদেহ নিয়ে এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ধাপেরহাটে অবস্থান নেয়, এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
নিহতের পিতা আবদুল মান্নান মণ্ডল জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন না এবং ক্রিকেট খেলায় ব্যস্ত ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে এলাকাবাসীকে অনুরোধ করা হলে তারা সরেন। পুলিশ হত্যাকারীদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।