
আশিকুর রহমান:
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশ।
সোমবার (২০ মে) রাত ১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন উত্তর খাইলকুরের বটতলা মোড় মাজারের পাশে জনৈকা জিনির মালিকানাধীন ৬তলা বিল্ডিংয়ের ৪র্থ তলার একটি ফ্লাটে অভিযান পরিচালনা করে চার লক্ষ বিরানব্বই হাজার টাকার জাল নোট এবং শিবলু ও রাকিবুল নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- ভোলা জেলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ শিবলু(৩৯) এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রামের মোঃ মোমিন মিয়ার ছেলে মোঃ রাকিবুল হাসান(২৭)। গ্রেফতারকৃতরা জাল টাকা উদ্ধারকৃত উক্ত বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই বিল্ডিংয়ে জাল নোট ক্রয়-বিক্রয়ের জন্য অপরাধীরা অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাছা থানার উপ-পরিদর্শক(এসআই) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই বাসার তোষকের নিচে একটি হলুদ রঙের শপিং ব্যাগ থেকে জাল নোট উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা পুলিশকে জানায়, আসন্ন ঈদুল-আযহা উপলক্ষে গরুর হাটসহ দেশের বিভিন্ন বাজারে এসব জাল নোট ছড়িয়ে দেওয়া হবে। এবং আসামী শিবলু দীর্ঘদিন যাবত গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহ করে আসছে।