Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার, নারী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার, নারী গ্রেফতার

December 21, 2024 08:28:20 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার, নারী গ্রেফতার

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ অপহৃত জুনাইদ ইসলাম নামের ১৬ মাসের এক শিশুকে উদ্ধার করেছে। একই সঙ্গে অপহরণকারী মোসা. শাহিনা (৩০) নামের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শিশুটি ভাড়া বাসা থেকে অপহরণের শিকার হয় বলে জানিয়েছে গাছা থানা পুলিশ। অপহৃত শিশু নেত্রকোনা জেলার শফিকুল ইসলামের ছেলে। শিশু জুনাইদ তার পরিবারের সঙ্গে গাজীপুর মহানগরীর গাছা থানার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

গ্রেফতারকৃত অপহরণকারী শাহিনা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ দলগ্রামের মৃত রহিমের মেয়ে। তিনি গাছা থানার হারিকেন, ছয়দানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গাছা থানা পুলিশ জানায়, অপহরণের ঘটনায় শনিবার (২১ ডিসেম্বর) শিশুর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে। শনিবার সকালে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার পাগাড় মুন্ডাঘাট সংলগ্ন রাস্তার ওপর থেকে শাহিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা শিশু জুনাইদকেও উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।