
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা ৩ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার (৮ মে) রাত ৩ টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় আবুল কালাম নামের এক স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী আবুল কালাম জানান, ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গেট ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। পরে মুখোশ পরিহিত ডাকাতরা বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩ ভরি স্বর্ণ ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম জানান, ডাকাতির ঘটনায় তিনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত চলছে।