
আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে কলেজ ছাত্র মোঃ হৃদয় নিহতের ঘটনায় শিল্প পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। কনস্টেবল মোঃ আকরাম হোসেনকে ৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা থেকে গ্রেফতার করে কোনাবাড়ী থানা পুলিশ।
নিহত হৃদয় (২০) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার আলমগর এলাকার লাল মিয়ার ছেলে। লেখাপড়ার পাশাপাশি, জীবিকা নির্বাহের জন্য তিনি কোনাবাড়ী এলাকায় অটোরিকশা চালাতেন।
গ্রেফতারকৃত কনস্টেবল মোঃ আকরাম হোসেন (২২) কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বরুহা গ্রামের শওকত হোসেনের ছেলে। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।
পূর্বে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে হৃদয়ের মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় নিহত হৃদয়ের ফুফাতো ভাই মোঃ ইব্রাহীম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানায় ৫৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য হৃদয়কে প্রহার করার পর একজন পুলিশ সদস্য তাকে গুলি করে। গুলিতে হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।