
গাজীপুর সংবাদদাতা:
"মানুষ মানুষের জন্য" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গভীর রাতে অসহায় শীতার্তদের মাঝে ২০০টিরও বেশি কম্বল বিতরণ করেছে র্যাব-১। গত রাতে গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলস্টেশন এবং কোনাবাড়ী ফ্লাইওভার এলাকার আশপাশে ঘুরে অসহায়, দুঃস্থ, হতদরিদ্র, ছিন্নমূল এবং শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। র্যাব-১ উত্তরা, ঢাকার অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিমের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।
র্যাব জানায়, র্যাব-১ উত্তরা, ঢাকার অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স মহোদয়ের পক্ষ থেকে অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অন্যান্য বছরের মতো এ বছরও শীতের তীব্রতা ও শৈত্যপ্রবাহের কারণে দেশের অনেক মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে। গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এই শীতের প্রকোপে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে র্যাব মানবিক সহায়তার অংশ হিসেবে কাজ করে যাচ্ছে।
র্যাব আরও জানায়, আভিযানিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে তারা সবসময় প্রস্তুত।