Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে চলছে মাসব্যাপী মেলা, জানেনা প্রশাসন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে চলছে মাসব্যাপী মেলা, জানেনা প্রশাসন

November 02, 2024 12:53:20 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে চলছে মাসব্যাপী মেলা, জানেনা প্রশাসন


গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের আউটপাড়া, সরকার বাড়ী মোড় এলাকার বালুর মাঠে স্থানীয় প্রভাবশালী মহল প্রশাসনের অনুমোদন ছাড়াই এক সপ্তাহ ধরে মেলা চালিয়ে যাচ্ছে। জানা যায়, মাসব্যাপী এ মেলা চলবে, যেখানে ৪০-৫০টি দোকান বসানো হয়েছে।

অবৈধ এই মেলায় প্রতিদিন বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রির মাধ্যমে হাজার হাজার টাকা উত্তোলন করছে সংশ্লিষ্ট মহল। চরকি, নাগরদোলা সহ বিনোদনের ব্যবস্থা থাকলেও আয়োজক কমিটির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, প্রশাসনের অনুমোদন ছাড়াই মেলা কিভাবে পরিচালিত হচ্ছে, তা তাদের কাছে অস্বাভাবিক বলে মনে হচ্ছে।

বাসন থানার অফিসার ইনচার্জ রাহেদুল ইসলাম জানান, এ মেলার বিষয়ে থানা পুলিশ অবগত নয়।