
আশিকুর রহমান, গাজীপুর:
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। গত শুক্রবার গাজীপুর মহানগরের গাছা থানাধীন শরিফপুর রড মীর এলাকার পলাতক আসামী নাজমুল মৃধার বাড়িতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।
ইয়াবাসহ গ্রেফতার আসামী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ফয়জুল ইসলাম (৩৩)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত রোহিঙ্গা ফয়জুল কক্সবাজার থেকে পেটে ইয়াবা ট্যাবলেট নিয়ে আসে এবং এসব ইয়াবা গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার রোহিঙ্গা ফয়জুল জানান, তারা সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট ছোট ছোট পোটলা করে গিলে খেয়ে পেটে বহন করে গাজীপুরে নিয়ে আসতো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জিএমপি'র গাছা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।