Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

May 14, 2025 09:06:00 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিশুকে পঙ্গু করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহীদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত দুইটার দিকে গাজীপুর শহরের উত্তর ছায়া বিথী এলাকায় তার ভাড়া নেওয়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রামের শান্তি চরণের কন্যা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মহিলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জয়দেবপুর থানা এলাকায় এক শিশুর পঙ্গুত্বের ঘটনায় দায়ের করা মামলায় শাহীদা আক্তার জসুদা একজন এজাহারভুক্ত আসামি। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, গার্মেন্টস সেক্টরে সম্প্রতি সংঘটিত ভাঙচুর ও মারামারির ঘটনায় উসকানিদাতা হিসেবেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশ তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখছে।